এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র
প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি- মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক,সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
- ৩০ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৭৬.‘উৎপাদন ব্যবস্থা পূর্বের চেয়ে অনেক বেশি জটিল হতে থাকে।’- কোন সময়ে?
(ক) বিশ্লেষণ পর্বে
(খ) আধুনিক পর্বে
(গ) বিনিময় যুগে
(ঘ) প্রাচীন যুগে
৭৭. জবাবদিহিতা নিশ্চিত করার একমাত্র উপায় হলো-
(ক) মালিক পক্ষের আদেশ অনুসারে ব্যবসায় চালনা করা
(খ) ব্যবসায়ের দৈনন্দিন খরচের জন্য অতিরিক্ত অর্থ রাখা
(গ) হিসাব তথ্যের জন্য গবেষণাগারে যাওয়া
(ঘ) সম্পদ আহরণ ও বণ্টনের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করা
৭৮. আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞানকে ব্যবসায়িক ও সামাজিক প্রতিষ্ঠানের কী হিসেবে গণ্য করা হয়?
(ক) নিরীক্ষক
(খ) প্রাণস্বরূপ
(গ) পাওনাদার
(ঘ) তথ্যের ব্যবহারকারী
৭৯. হিসাববিজ্ঞানকে তথ্যভাণ্ডার বলা হয় কেন?
(ক) সম্পদ অর্জনে হিসাবের তথ্য ব্যবহৃত হয় বলে
(খ) তথ্যের ওপর ভিত্তি করে দু’তরফার উদ্ভব বলে
(গ) গণতান্ত্রিক রাষ্ট্রে তথ্য অধিক ব্যবহৃত হওয়ার কারণে
(ঘ) হিসাববিজ্ঞান সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ করে বলে
৮০. হিসাববিজ্ঞানকে ব্যবস্থাপক-গণের কী বলে সংজ্ঞায়িত করা যায়?
(ক) প্রাণ (খ) মস্তিষ্ক
(গ) হস্ত ও কর্ণ
(ঘ) চক্ষু ও কর্ণ
উত্তর : ৭৬. খ, ৭৭. ঘ, ৭৮. খ, ৭৯. ঘ, ৮০. ঘ।